বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশন বেশ জনপ্রিয়। সাধারণ ছবিও মানুষের মাথা ঘুরিয়ে দিচ্ছে। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে ফেব্রুয়ারির অনেকগুলো ভুল বানান দেওয়া আছে। এর মধ্যে সঠিক বানানটি খুঁজে বের করতে হবে।
ছবিটি পোস্ট করে বলা হয়েছে, এখানে ফেব্রুয়ারির ইংরেজি বানান রয়েছে। তবে বানানগুলোর সবকটিই ভুল। কেবল একটি বানানই ঠিক। সেই সঠিক বানানটিই খুঁজে বের করতে হবে। তবে তার জন্য মাত্র ৮ সেকেন্ড সময় পাবেন আপনি। এর মধ্যেই খুঁজে বের করতে হবে ঠিক বানানটি।
বিজ্ঞাপন
বানানগুলো খুব কাছাকাছি। দুই/একটি মাত্র অক্ষর এদিক-সেদিক করা। তাই সহজ মনে হলেও বিষয়টি অতও সহজ নয়। তাও আবার এত স্বল্প সময়ে। এখনও বানানটি খুঁজে না পেলে মনোযোগ বাড়ান। দেখুন পান কি না। সঠিক বানানটি হবে- February
এখনও খুঁজে পাননি। সমস্যা নেই। আমরাই বলে দিচ্ছি উত্তর। দ্বিতীয় সারণীর ১০টি শব্দ ছেড়ে ১১তম শব্দটি দেখুন। এবার দেখতে পেয়েছেন তো শব্দটি? আসলে এরকম ধরণের অপটিক্যাল ইলিউশন আসলে চোখের দৃষ্টি আরও শক্তিশালী করতে সবসময় সাহায্য করে।
বিজ্ঞাপন
কেবল যে দৃষ্টিশক্তি শক্তিশালী করে, তা নয়। এমন ধাঁধাগুলো মগজের শক্তি কতটা, তার পরীক্ষাও নেয়। আপনি কত দ্রুত চিন্তা করতে পারছেন, সেটাও স্পষ্ট হয় এই ছবির দ্বারা।
এনএম